ঢাকা (ভোর ৫:৪৬) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

পথচারীসহ শ্রমিকদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock বুধবার বিকেল ০৫:২৯, ৭ এপ্রিল, ২০২১

লকডাউন ঘোষণার পরই করোনা ভাইরাস(কোভিড-১৯) বিস্তার রোধকল্পে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ বিনামূল্যে মাস্ক বিতরণ শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার(৭এপ্রিল) বেলা ১১ টায় লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন লক্ষীপাশা ও লোহাগড়া বাজার এলাকায় পথচারী ও বিভিন্ন শ্রেণির শ্রমিকদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রোসলিনা পারভীন জানান, লকডাউন ঘোষণার পর থেকেই করোনা ভাইরাস(কোভিড-১৯) বিস্তার রোধে উপজেলার বিভিন্ন বাজার এলাকায় বিনামূল্যে প্রতিদিন পাঁচশত মাস্ক বিতরণ করছি। মানুষদের করোনা সম্পর্কে সচেতন করছি। মাস্ক বিতরণ অব্যাহত রয়েছে।

মাস্ক বিতরণকালে লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হাসান শিমুল, সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান, উপদেষ্টা সভাপতি সরদার রইচ উদ্দিন টিপু, সিনিয়র সাংবাদিক মোঃ খায়রুল ইসলাম, মোঃ আব্দুস সাত্তার এবং সরকারি কর্মকর্তা মোঃ তারিকুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT