ঢাকা (দুপুর ১২:৪৪) রবিবার, ৫ই মে, ২০২৪ ইং

নড়াইল-২ আসনে সাদা মনের মানুষ চায় সাধারণ মানুষ

নড়াইল-২ আসনে সাদা মনের মানুষ চায় সাধারণ মানুষ



এস.কে,এম.ডি ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের সামগ্রিক উন্নয়নে সাদা মনের মানুষ চায় সাধারণ মানুষ। এলাকার উন্নয়নের স্বার্থে যার অর্থ ও ক্ষমতার প্রতি লোভ নেই এমন একজনকেই জনপ্রতিনিধি হিসাবে পেতে আগ্রহী সবাই। নির্বাচনী এলাকাঘুরে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই নিকটে। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে তফসীল ঘোষনা হতে পারে। আর এই শেষ সময়ে এসে ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতারাসহ জোটের নেতারা মরিয়া হয়ে উঠেছেন নৌকা প্রতিক পাবার জন্য। নড়াইল-২ আসনে বিএনপি জোটের হয়ে ন্যাশনাল পিপলস পার্টির(এনপিপি) চেয়ারম্যান এ্যাডভোকেট ডঃ ফরিদুজ্জামান ফরহাদ নির্বাচনী এলাকা সরগরম করে রেখেছেন। দলীয় কর্মকান্ডের মাধ্যমে তিনি ভিত্তি মজবুত করছেন।
অপরদিকে, এলাকাঘুরে আওয়ামীলীগের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে কথা বলে ধারণা পাওয়া গেছে আওয়ামীলীগের অন্তত ১৫জন নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশী হলেও শেষ সময়ে আলোচনায় আছেন ৩/৪জন।

নড়াইল-২ আসনে সাদা মনের মানুষ চায় সাধারণ মানুষবিভিন্ন শ্রেণীপেশার মানুষ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা শিক্ষানুরাগী, সমাজসেবক শিল্পপতি শেখ মোঃ আমিনুর রহমান হিমুকেই বেশি পেতে চাইছে। আওয়ামীলীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য শেখ মোঃ আমিনুর রহমান হিমু বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরেই জনসেবা করে যাচ্ছেন। নিজ টাকায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব নামে শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ, মসজিদ, মন্দির নির্মাণসহ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, অসুস্থ ব্যাক্তি, ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবার, শীতার্ত মানুষের উন্নয়নে,পূজা মন্ডপে অর্থ প্রদান,রাস্তাঘাট নির্মাণ করেছেন তিনি। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনাসহ স্বপ্নপূরণে শেখ মোঃ আমিনুর রহমান হিমু ব্যাক্তিগত কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজ করেছেন। কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, নতুন ভোটার ও ছাত্রলীগ নেতা রোমান রায়হান সহ অন্যরা জানান, ভাগ্যের উন্নয়ন শেখ মোঃ আমিনুর রহমান হিমুর হাত দিয়েই সম্ভব। এই নেতার কোন লোভ,হিংসা নেই। আমিনুর রহমান হিমু এলাকার মানুষের কল্যাণের কথাই ভাবেন।
এদিকে, নড়াইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি দলীয় মনোনয়ন প্রত্যাশী ত্যাগী নেতা এ্যাডঃ সৈয়দ আইয়ুব আলী দীর্ঘদিন ধরেই নেতৃত্ব দিয়ে মাঠ পর্যায়ে দলকে চাঙ্গা রেখেছেন। ক্ষমতাসীন দলের একটা বড় অংশ তাকেই প্রার্থী হিসাবে পেতে চায়। তিনি নিয়মিত গণসংযোগ,সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন। বর্তমানে এ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান। তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নড়াইল জেলার সভাপতি। গত নির্বাচনে ১৪দলীয় জোটের হয়ে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করে তিনি
সংসদ সদস্য নির্বাচিত হন। স্থানীয় ওয়ার্কার্স পার্টির নেতা পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূঁইয়া বলেন,
বর্তমান সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান মানুষের ও এলাকার উন্নয়নে অনেক কাজ করেছেন। এলাকায় শান্তি
স্থাপনে সক্ষম হয়েছেন। সব মিলিয়ে আলোচনায় শীর্ষে আছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা আমিনুর রহমান
হিমু, জেলা আওয়ামীলীগ নেতা এ্যাডঃ সৈয়দ আইয়ুব আলী, ১৪দলীয় জোটের শেখ হাফিজুর রহমান ও বিএনপি
জোটের ফরিদুজ্জামান ফরহাদ। নড়াইল-২ আসনে আগামী সংসদ সদস্য হিসাবে সাদা মনের একজনকেই
খুঁজছে সাধারণ মানুষ। নড়াইল সদর উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন এবং লোহাগড়া উপজেলার ১টি
পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে নড়াইল-২ আসন। এ আসনে মোট ভোটার সংখা ৩ লক্ষ ২ শ’ ৩৭জন।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT