ঢাকা (রাত ১:৩৭) শনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News নেপালে আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে মনোনীত হলেন নড়াইলের কৃতি সন্তান সোহাগ Meghna News নড়াইল জেলা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত Meghna News বিআরডিবি’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মহিউদ্দিন তালুকদার Meghna News চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ী হত্যায় অভিযুক্ত টুটুল পলাতক Meghna News গৌরীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মোৎসব পালিত Meghna News সিলেট টিটিসি থেকে ২২ বছর পর বদলী : মালিক হলেন লাল লাখ টাকার! Meghna News গৌরীপুরে হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবী ভক্তদের Meghna News সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক Meghna News চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত, চালক আটক Meghna News ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে দুই বন্ধু নিহত

নড়াইলে ১ কৃষককে পিটিয়ে হত্যা

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock সোমবার বিকেল ০৫:২১, ১ আগস্ট, ২০২২

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রামে একজন কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত কৃষক মোক্তার হোসেন মীর (৪৬) দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের মৃত জাফর আলী মীরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার (৩০ জুলাই) সকালে দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের বাসিন্দা দিনমজুর মিজানুর রহমান শিকদার, একই গ্রামের কৃষক মোক্তার হোসেন মীরের জমিতে দিনমজুর হিসাবে কাজ করবেন বিষয়ে মৌখিক চুক্তি হয়। এজন্য মিজানুর শিকদার কিছু টাকা অগ্রিম হিসাবেও নেন। কিন্তু মিজানুর শিকদার কৃষক মুক্তার হোসেনের বাড়িতে কাজ না করে অন্যের জমিতে কাজ করতে চলে যান।

এ বিষয়টি নিয়ে ওই দুজনের মধ্যে শনিবার বিকালে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিজানুর শিকদার, ইমান সরদার, আফজাল, নূর আলম, মনামিয়া, মোমতাজ বেগম, নাসিমা বেগমসহ ৮-১০ জন লাঠিসোটা নিয়ে মোক্তার হোসেন মীরের বাড়ীর পাশে রাস্তার ওপর ঘিরে ফেলে লাঠি দিয়ে মোক্তার হোসেন মীরকে পিটিয়ে গুরুতর আহত করে। হামলার সময় ঠেকাতে গিয়ে মোক্তারের ছেলে ইসমাইল মীর (২১) আহত হন।

প্রতিবেশীরা রাতেই গুরুতর আহত মোক্তারকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রবিবার (৩১ জুলাই) সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে; সেখানে সকাল ৯টার দিকে কৃষক মোক্তার হোসেন মীরের মৃত্যু হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হেনা মিলন এ বিষয়ে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমান ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT