ঢাকা (বিকাল ৪:০২) সোমবার, ১৩ই মে, ২০২৪ ইং
শিরোনাম
Meghna News চাঁপাইনবাবগঞ্জে ভাইকে হত্যা মামলায় ভাই কারাগারে Meghna News চাঁপাইনবাবগঞ্জে শতভাগ ফেল মাদ্রাসায় Meghna News দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাশের হার ৯০.৯৩, ৪১ জন জিপিএ-৫ Meghna News দাখিল ফলাফল ২০২৪ – ব্রাহ্মনচর নোয়াগাঁও আলিম মাদ্রাসা, মেঘনা Meghna News এসএসসি ফলাফল ২০২৪ – সোনারচর উচ্চ বিদ্যালয়, মেঘনা Meghna News এসএসসি ফলাফল ২০২৪ – শেখেরগাঁও আব্দুল অদুদ মুন্সি উচ্চ বিদ্যালয় Meghna News এসএসসি ফলাফল ২০২৪ – মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, মেঘনা Meghna News এসএসসি ফলাফল ২০২৪ – মুগারচর কে.আলী উচ্চ বিদ্যালয়, মেঘনা Meghna News এসএসসি ফলাফল ২০২৪ – মেঘনা উপজেলা আইডিয়াল উচ্চ বিদ্যালয়, মেঘনা Meghna News এসএসসি ফলাফল ২০২৪ – সাহেরা-লতিফ মেমোরিয়াল গার্লস উচ্চ বিদ্যালয়

নড়াইলে ১ কৃষককে পিটিয়ে হত্যা



নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রামে একজন কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত কৃষক মোক্তার হোসেন মীর (৪৬) দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের মৃত জাফর আলী মীরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার (৩০ জুলাই) সকালে দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের বাসিন্দা দিনমজুর মিজানুর রহমান শিকদার, একই গ্রামের কৃষক মোক্তার হোসেন মীরের জমিতে দিনমজুর হিসাবে কাজ করবেন বিষয়ে মৌখিক চুক্তি হয়। এজন্য মিজানুর শিকদার কিছু টাকা অগ্রিম হিসাবেও নেন। কিন্তু মিজানুর শিকদার কৃষক মুক্তার হোসেনের বাড়িতে কাজ না করে অন্যের জমিতে কাজ করতে চলে যান।

এ বিষয়টি নিয়ে ওই দুজনের মধ্যে শনিবার বিকালে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিজানুর শিকদার, ইমান সরদার, আফজাল, নূর আলম, মনামিয়া, মোমতাজ বেগম, নাসিমা বেগমসহ ৮-১০ জন লাঠিসোটা নিয়ে মোক্তার হোসেন মীরের বাড়ীর পাশে রাস্তার ওপর ঘিরে ফেলে লাঠি দিয়ে মোক্তার হোসেন মীরকে পিটিয়ে গুরুতর আহত করে। হামলার সময় ঠেকাতে গিয়ে মোক্তারের ছেলে ইসমাইল মীর (২১) আহত হন।

প্রতিবেশীরা রাতেই গুরুতর আহত মোক্তারকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রবিবার (৩১ জুলাই) সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে; সেখানে সকাল ৯টার দিকে কৃষক মোক্তার হোসেন মীরের মৃত্যু হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হেনা মিলন এ বিষয়ে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমান ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT