ঢাকা (দুপুর ২:২২) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


নড়াইলে সড়ক দূর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ নিহত-২

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock বৃহস্পতিবার বিকেল ০৪:৪১, ১৬ সেপ্টেম্বর, ২০২১

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি এলাকায় সড়ক দূর্ঘটনায় খাশিয়াল ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট (৫১) ও শওকত সর্দার (৬২) নামে দু’জন নিহত হয়েছেন।

বুধবার দিনগত রাত প্রায় সাড়ে ১১টার দিকে কালিয়া-বড়দিয়া সড়কের সীমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট নড়াগাতি থানার বড়দিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এবং শওকত সর্দার টোনা গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত প্রায় সাড়ে ১১ টার দিকে ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট নিজে প্রাইভেটকার চালিয়ে কালিয়া উপজেলার সদর থেকে বড়দিয়ায় বাড়িতে ফিরছিলেন। এ সময় তার গাড়িতে টোনা গ্রামের শওকত সর্দার ও মো: ওয়ালিউল্লাহ নামে দু’ব্যক্তি বসা ছিলেন।

প্রাইভেটকারটি কালিয়া-বড়দিয়া সড়কের সীমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ্ববর্তী খাদে পড়ে পানিতে ডুবে যায়। এ দূর্ঘটনায় ঘটনাস্থলে ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট ও শওকত সর্দার মারা যান। গাড়িতে থাকা ওয়ালিউল্লাহ প্রানে বেঁচে যান।

নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ দূর্ঘটনায় পতিত প্রাইভেটকারটি জব্দ করেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT