ঢাকা (সকাল ৮:১৭) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নড়াইলে সাংবাদিক হত্যা মামলায় সাজুকে আসামী করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

নড়াইল জেলা ২৩৫২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার সকাল ১১:৪৮, ১৭ জুন, ২০২০

নড়াইল প্রতিনিধি:    নড়াইলের লোহাগড়ায় রফিকুল হত্যা মামলায় শাহজাহান খান সাজুকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১ টায় মানববন্ধন করেছে নড়াইল ও লোহাগড়ায় কর্মরত সাংবাদিকদের একাংশ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লোহাগড়া থানার ওসির মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের সামনে লোহাগড়া-নড়াইল সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। লোহাগড়ায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক শেখ বদরুল আলম টিটো, সাংবাদিক রূপক মুখার্জি, সাথী তালুকদার, লোহাগড়া পৌরসভার কাউন্সিলর গিয়াস উদ্দিন ভুঁইয়া, বিএনপি নেতা ওহিদ, বিএনপি নেতা মোঃ জহির, লোহাগড়া পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ মুসা মোল্যা প্রমুখ। সাংবাদিক সাজুকে হত্যা মামলার আসামি করায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেন।

উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে গত ১০ জুন উপজেলার কাশিপুর ইউপির গন্ডব গ্রামে দুপক্ষের সংঘর্ষে চালিঘাট গ্রামের শেখ রফিকুল ইসলাম (৩৫) খুন হয়। এ ঘটনায় রফিকুলের পিতা শেখ সাইফুর রহমান লোহাগড়া থানায় ৭৯ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় শাহজাহান সাজুকে আসামি করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বলেন, নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার না হন সেদিকে আমরা বিশেষ নজর রাখবো।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT