ঢাকা (বিকাল ৫:০৭) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নড়াইলে বালুবাহী ভলগেটের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ- ১,আহত- ২

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock সোমবার ১২:১১, ২১ ডিসেম্বর, ২০২০

নড়াইলের লোহাগড়ার নবগঙ্গা নদীতে বালুবাহী ভলগেটের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় একজন জেলে নিখোঁজ ও অপর দুই জন আহত হয়েছেন। নিখোঁজ রাধাকান্ত দাসের সন্ধানে রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১১ টার দিকে লোহাগড়া উপজেলার নবগঙ্গা নদীর কাঞ্চনপুর এলাকায় একটি বালুবাহী ভলগেট একটি মাছ ধরার ডিঙ্গি নৌকাকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা কলাগাছী গ্রামের জেলে গৌতম দাস (৫০), তার ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাগর দাস (২৫) আঘাত প্রাপ্ত হয়ে সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও রাধাকান্ত দাস (৫৫) এখনো নিখোঁজ রয়েছেন।

গুরুতর আহত সাগর দাসকে রাতে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রোববার সকালে খুলনার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া ফায়ার সার্ভিসের টিম লিডার মাসুদ রানা জানান, নিখোঁজ রাধা কান্ত দাসের সন্ধানে খুলনা থেকে আগত পাঁচ সদস্য বিশিষ্ট একটি ডুবুরি দল রবিবার সকাল থেকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। তবে এ রিপোর্ট (রবিবার বিকাল ৩ টা পর্যন্ত) লেখা পর্যন্ত নিখোঁজ জেলের কোন সন্ধান মেলেনি।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বালুবাহী ভলগেটটি আটকের চেষ্টা চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT