নড়াইলে প্রতিপক্ষের হামলায় জখম মা ও ছেলে
ইকবাল হাসান,নড়াইল শুক্রবার দুপুর ০২:০৬, ১২ ফেব্রুয়ারী, ২০২১
জমা-জমি নিয়ে বিরোধের জের ধরে নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষরা মা ও ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শালনগর ইউনিয়নের পারশালনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগে জানা গেছে, পারশালনগর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ আব্দুল্লাহ আল মামুনের সাথে একই গ্রামের মজিবর মিয়ার ছেলে মনির হোসেন এর জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ওই বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে গত বৃহস্পতিবার প্রতিপক্ষ মনির হোসেন ও তার আত্মীয় হেনা বেগম, সুফিয়া খানম, বন্নি খানম সহ অজ্ঞাতনামা ৪/৫ জনে প্রতিপক্ষ মোঃ আব্দুল্লাহ আল মামুনের বাড়ির পাশে লোহার রড, লাঠি, দেশীয় অস্ত্র নিয়ে মা ও ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। হামলায় মোঃ আব্দুল্লাহ আল মামুন(৪৩) ও তার মা তাহেরা বেগম(৬৫) মারাত্বক আহত হন। এরপর গ্রামের লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে।
সূত্র জানায়, ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর মোঃ আব্দুল্লাহ আল মামুনের উপর হামলা চালিয়ে হত্যা চেষ্টার ঘটনায় লোহাগড়া থানায় অভিযুক্তদের নামে মামলা দায়ের করা হয়। মামলা নং- জি,আর-১৬/২৯৮। ওই মামলায় পুলিশ চার্জসিট প্রদান করে। এ ছাড়াও মোঃ আব্দুল্লাহ আল মামুনের উপর হামলা ও হুমকি দেয়ার ঘটনায় গত বছর ১৯ অক্টোবর লোহাগড়া থানায় মনির হোসেন ও হেনা বেগমের নামে সাধারণ ডায়েরি করেন ভূক্তভোগী মোঃ আব্দুল্লাহ আল মামুন। যার নং-৮০৯।
অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, হামলার ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।