ঢাকা (রাত ২:১৩) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নড়াইলে টিউবওয়েলের মিস্ত্রিদের বিরুদ্ধে টাইলস মিস্ত্রির স্ত্রীকে অপহরণের অভিযোগ

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock সোমবার সন্ধ্যা ০৭:২৩, ১৭ মে, ২০২১

নড়াইলের মাউলী গ্রামে টাইলস মিস্ত্রির স্ত্রীকে টিউবওয়েলের মিস্ত্রিরা অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, নড়াগাতী থানার মাউলী গ্রামের মৃত নবীর শেখের ছেলে মোঃ মহিদুল শেখ এর সাথে ৮ বছর পূর্বে মোছাঃ মাবিয়ার বিয়ে হয়। তাদের সংসারে তিন বছর বয়সী একটি কণ্যা সন্তান রয়েছে। মহিদুল শেখ টাইলস মিস্ত্রির কাজ করেন। তাই মাঝে মাঝে বাড়ির বাহিরে অবস্থান করে থাকেন। মহিদুলের বাড়ির পাশে খুলনার ডুমুরিয়া থানার রুদাঘরা গ্রামের ইকরামুল শেখ, পাঁচপোতা গ্রামের ইউসুপ আলী, খরনিয়া গ্রামের নজরুল ইসলাম, গোদাগড়া গ্রামের সোহেল শেখ, পাঁচপোতা গ্রামের রবিউল ও ইউনুস আলী ডিপ টিউবয়েল পুততে আসেন।যে কারনে অভিযুক্তরা মহিদুলের বাড়িতে যাতায়াত করতো।

টাইলস এর কাজে বাড়ির বাহিরে থাকার সুযোগে অভিযুক্তরা গত ৯ মে বিকাল ৪টার দিকে নিজ বাড়ি থেকে মহিদুলের স্ত্রী মাবিয়া বেগমকে অপহরণ করে নিয়ে যায়। অভিযুক্তরা এসময় মহিদুলের বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণলংকারও নিয়ে যায় বলে অভিযোগ। এ ঘটনায় মোঃ মহিদুল শেখ বাদি হয়ে সোমবার(১৭ মে) নড়াগাতী থানায় অভিযোগ দায়ের করেছেন।

নড়াগাতী থানার ওসি রোকসানা খাতুন এ বিষয়ে জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT