ঢাকা (দুপুর ১২:০৯) বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

নড়াইলে জাতীয় পার্টির প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত



তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ ঘাটতি-লোড শেডিং ও দ্রব্যমূল্যর উর্দ্ধগতির প্রতিবাদে জাতীয় পার্টি (জেপি) খুলনা বিভাগের উদ্যোগে নড়াইলের লোহাগড়ায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সূত্র জানায়, বুধবার (১০ আগস্ট) দুপুরে লোহাগড়া বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর মহিলা জাতীয় পার্টির সভাপতি শামীম আরা পারভীনের সভাপতিত্বে সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (জেপি) খুলনা মহানগর শাখার সভাপতি কাজী মাসুদ আহম্মেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেপি খুলনা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মোঃ শাহীন হোসেন সজিব, প্রচার সম্পাদক মোঃ বাচ্চু হাওলাদার, যুব সংহতির আহবায়ক মোঃ শফিউদ্দীন আহমেদ, যুগ্ম আহবায়ক শেখ মাহমুদ হোসেন মামুন, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সহ সাংগঠনিক সম্পাদক মোসাঃ রিনা রহমান, মহিলা পার্টির সাংগঠনিক সম্পাদক মিসেস ফরিদা বেগম, জাতীয় শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ ইমাদুল হোসেন, জেপি সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, জেপি শ্রমিক পার্টির সভাপতি বাবু তপন, জেপি শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হোসনে আরা বেগম, জেপি মহিলা পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রানী বেগম, জেপি মহিলা পার্টির দপ্তর সম্পাদক শেখ সাবিহা হোসেন, দপ্তর সম্পাদক খাদিজা বেগম প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শেষে নড়াইলের কালিয়া উপজেলা ও লোহাগড়া, লক্ষীপাশা, দিঘলিয়া, লুটিয়া, মহাজন, বড়দিয়া সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT