ঢাকা (সন্ধ্যা ৬:৫২) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নড়াইলে গৃহবধুকে হত্যার অভিযোগ

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock মঙ্গলবার দুপুর ০১:৪৫, ১৯ জানুয়ারী, ২০২১

নড়াইলের লোহাগড়ার ইতনা গ্রামে শারমিন(২৩) নামে এক গৃহবধুকে হত্যা করার অভিযোগ উঠেছে! সোমবার বিকালে এ ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছে। অভিযুক্ত রিকাত শেখ(২৭) পলাতক রয়েছেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার রামপুর গ্রামের লিটন শেখের মেয়ে শারমিনের সাথে তিন মাস পুর্বে ইতনা গ্রামের বাবলু শেখের ছেলে রিকাত শেখের বিবাহ হয়। বিবাহর পর থেকে তাদের সংসার সুখে কাটছিল। মেয়ের পিতা লিটন শেখ অভিযোগ করেন, যৌতুকের দাবিতে সোমবার(১৮ জানুয়ারি) বিকালে ইতনা নিজ বাড়িতে জামাই রিকাত শেখ আমার মেয়ে শারমিন(২২)কে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে। আমি খবর পেয়ে পুলিশের সহযোগিতায় সেখান থেকে শারমিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

নিহত শারমিনের শ^শুর বাবলু শেখ বলেন, আামি শুনেছি ছেলের বৌ গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT