ঢাকা (দুপুর ১:২২) বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নড়াইলে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার ভোর ০৪:৩৭, ৩০ মে, ২০২০

এসকে,এমডি ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামে রেজাউল করিম (৪৪) নামের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে বলে খবর পাওয়া গেছে। ঢাকা থেকে ফেরার তিনদিন পর গত বৃহস্পতিবার বিকালে তার মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের মৃত হাবিবুর রহমান মোল্যার ছেলে রেজাউল করিম ঢাকার একটি সিকিউরিটি কোম্পানির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এবং আজিমপুর এলাকায় থাকতেন। তিনি জ্বর, সর্দি, শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ঈদের দিন বিকেলে গ্রামের বাড়িতে আসেন।

তিন দিন পর গত বৃহস্পতিবার (২৮মে) বিকালে তিনি নিজ বাড়িতে মারা যান এবং রাত ১২ টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

লোহাগড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতেই মৃতের দাফন সম্পন্ন হয়েছে। করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা যায়নি। তবে, মৃত ব্যক্তির পরিবারসহ প্রতিবেশী ২৭ জনের নমুনা শক্রবার বিকালে সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT