নড়াইলে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার
মেঘনা নিউজ ডেস্ক শনিবার রাত ০৮:২৭, ২৮ জুলাই, ২০১৮
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া-তেরখাদা সড়কের জয়পুর মোড় থেকে দেশিয় পাইপগান ও দুই রাউন্ড রাউন্ড গুলিসহ একাধিক মামলার আসামি মুরসালিন শেখ মোস্তকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে অস্ত্র ও গুলিসহ মোস্তকে গ্রেফতার করা হয়। খুলনার তেরখাদা উপজেলার মীরেরকুদলা এলাকার মন্টু শেখের ছেলে মোস্ত।
কালিয়া থানার ওসি শেখ শমসের আলী জানান, মুরসালিন শেখ মোস্তর নামে খুুলনার তেরখাদা ও কালিয়া থানায় অস্ত্র, দাঙ্গা-হাঙ্গামাসহ একাধিক মামলা রয়েছে।