ঢাকা (রাত ১১:৫৩) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


নৌকা যাকেই দেয়া হোক তার বিজয় নিশ্চিত করতে হবে -রমেশ চন্দ্র সেন

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বুধবার সকাল ১০:২২, ২১ নভেম্বর, ২০১৮

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি বলেছেন, ঠাকুরগাঁওয়ে নৌকার মনোনয়ন যাকেই দেয়া হোক তার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকার বিজয় নিশ্চিতকরণের মাধ্যমে আমরা আবারও প্রমাণ করব ঠাকুরগাঁও নৌকার ঘাটি।
মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন রমেশ চন্দ্র সেন এমপি। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য হওয়ায় রমেশ চন্দ্র সেনকে ফুলেল শুভেচ্ছা দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ সহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ঠাকুরগাঁওয়ে ব্যাপক উন্নয়ন হয়েছে, যা দৃশ্যমান। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিজয় ছাড়া বিকল্প নেই। তাই নৌকাকে বিজয়ী করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, দপ্তর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী প্রমুখ। বক্তারা বলেন, রমেশ চন্দ্র সেনকে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য করায় জেলা আওয়ামী লীগ ও ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT