ঢাকা (রাত ১:৪০) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নীলক্ষেতে বইয়ের দোকানে ভয়াবহ আগুন;ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০২:৫৪, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

রাজধানীর নীলক্ষেতে বইয়ের বাজারে আগুন লেগে দুই ডজনের বেশি দোকান পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

আগুন লাগার পরে প্রাণ বাঁচাতে দোকান ছেড়ে সড়কে এসে দাঁড়ান বই ব্যবসায়ীরা। সেখানে মো. ফিরোজ মিয়া নামের একজন ব্যবসায়ী সড়ক বিভাজকের ওপরে দাঁড়িয়ে কান্না করছিলেন। তিনি বলেন, দেড় থেকে দুই লাখ টাকার বই ছিল দোকানে। আগুন লাগার পর কোনোরকম শ খানেক বই নিয়ে দোকান থেকে তিনি বের হতে পেরেছেন।

আগুনের লেলিহান শিখায় নীলক্ষেত এলাকার আকাশ কালো হয়ে যায়। কবির পাবলিকেশনস নামে একটি বইয়ের দোকানের মালিক শাহিন বলেন, মার্কেটের ভেতরের অন্তত ১০ সারি দোকান পুড়ে গেছে বলে তারা আশঙ্কা করছেন।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, আগুনে ৩০ থেকে ৩৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাদের ধারণা। তিনি বলেন, মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। সেখানে কোনো একটি দোকানে বৈদ্যুতিক কিছু চালিয়ে রাখা হয়েছিল। সেখান থেকেই আগুন লাগতে পারে।

তবে রাকিব হোসেন নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, নিচতলার একটি দোকানে মেরামতের কাজ চলছিল। হঠাৎ সেখানে আগুনের ফুলকি দেখতে পান। দোকান থেকে কেউ একজন চিৎকার করে বলেন, কাটআউটটা নামা। এর পরপরই আগুন ছড়িয়ে পড়ে।

নিউমার্কেট-নীলক্ষেত এলাকায় আজ সাপ্তাহিক ছুটির কারণে বইয়ের বাজারসহ অন্যান্য দোকান বন্ধ থাকে। কিন্তু বই বিক্রির মৌসুম হওয়ায় আজও বইয়ের দোকান খোলা রাখা হয় বলে একাধিক ব্যবসায়ী জানিয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT