ঢাকা (সকাল ৯:৪৮) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


নিষেধাজ্ঞা অমান্য করে ময়মনসিংহের এক মাদরাসায় চলছে শিক্ষার্থীদের সাময়িক পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার বেলা ১২:৫৫, ১৫ জুন, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:    করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত করেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ ইসলামী ক্যাডেট মাদরাসায়।

সারাদেশে যখন স্কুল-কলেজ, মাদরাসা, কোচিং সেন্টার এমনকি ব্যক্তিগত প্রাইভেট পড়ানো যখন বন্ধ রয়েছে ঠিক সেই সময়ে রোববার (১৪ জুন) একটি মাদরাসায় প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবরে তোলপাড় শুরু হয়েছে এলাকায়।

রোববার সকাল ১১টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কক্ষের ভিতর তিন দিক-দিয়ে কাপড়ের ঘেড়াও দিয়ে শ্রেণিকক্ষে চলছে পরীক্ষা। প্রথম শ্রেণির কক্ষে প্রতি বেঞ্চে ৩ জন করে ১৮ জন পরীক্ষা দিচ্ছে। একটি শ্রেণিকক্ষে যাওয়ার পরেই মাদরাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা সড়ে পড়েন।

প্রথম শ্রেণির ছাত্র তামিম ইকবাল জানায়, তারা আজকে আরবী পরীক্ষায় অংশ নিয়েছে। এর আগেও ৬টি বিষয়ে পরীক্ষা দিয়েছে তারা। প্রতিবেশী সুমন মিয়া জানান, প্রত্যেক দিন সকাল ৮টা এবং সকাল ১১টায় দুই শিফটে পরীক্ষা নেয়া হচ্ছে। মাদরাসার আরেক শিক্ষার্থী নয়ন মিয়া জানান, ইতোমধ্যে তার পরীক্ষা হয়েছে ৪টি। শিক্ষকগণ ১ম সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র দিয়ে তারা পরীক্ষায় নিয়েছে।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামছুন নাহার ইতি জানান, মাদরাসা বন্ধ দুজন শিক্ষক প্রাইভেট পড়াচ্ছেন। প্রশ্নপত্র আর উত্তরপত্র নিয়ে পরীক্ষা প্রসঙ্গে তিনি সঠিক উত্তর দিতে পারেননি। করোনা ভাইরাসের কারণে নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, অভিভাবকদের চাপ আছে, তাদের চাপে পরীক্ষা নেয়া হচ্ছে। এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাশেদুল ইসলামকে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT