নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এর দাবি বিএনপি’র

মেঘনা নিউজ ডেস্ক
সোমবার রাত ০৯:৩৩, ১০ ডিসেম্বর, ২০১৮
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলো বিএনপি।
গতকাল সোমবার দুপুরে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান।
এসময় তৈমুর রহমান তার বক্তব্যে বলেন আমরা অনেক প্রতিকূল অবস্থায় এই নির্বাচনে এসেছি।
শত বাধা-বিপত্তি অতিক্রম করে আমাদের এ নির্বাচনে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাই সহ সারাদেশে বিএনপির প্রার্থীদের অনুকূল পরিবেশ ও লেভেল প্লেইং ফিল্ড দাবি করেন জেলা বিএনপির এ নেতা।
এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় জেলা বিএনপি বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।