ঢাকা (সকাল ১০:৫১) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


নিরাপত্তাহীনতা’ দেখিয়ে সারাদেশে বাস বন্ধ করলো শ্রমিকরা

জাতীয় ২১০৭৮ বার পঠিত

Alauddin Islam Alauddin Islam Clock শুক্রবার দুপুর ০২:০৬, ৩ আগস্ট, ২০১৮

ঢাকা: বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন ভাঙচুর ও শ্রমিকদের নিরাপত্তার অজুহাত দেখিয়ে দেশের অধিকাংশ বিভাগ-জেলায় অভ্যন্তরীণ এবং দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে মালিক-শ্রমিকরা।

ঢাকা,সায়েদাবাদে গাড়ি চালানো বন্ধ রেখে রাস্তায় অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা। শুক্রবার সকাল থেকেই তারা রাস্তায় অবস্থান নেয়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বাংলানিউজকে বলেন, পরিবহন শ্রমিকরা গাড়ি চালাবেন না। তাই সকাল থেকে তারা সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় রাস্তায় অবস্থান করছে।

রাজশাহী: নিরাপত্তহীণতার কারণে রাজশাহীর আন্তঃজেলা ও দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহণ শ্রমিক ও মালিকরা। সকাল থেকে রাজশাহী থেকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে সন্ধ্যা থেকে বাস চলবে বলে জানান রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটার।

খুলনা: খুলনা থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক-শ্রমিকদের সংগঠন।

ময়মনসিংহ: যানবাহনের নিরাপত্তাজনিত কারণে ময়মনসিংহে দ্বিতীয় দিনের মতো ঢাকামুখী বাস চলাচল বন্ধ রেখেছে জেলা পরিবহন মোটর মালিক সমিতি। তবে সন্ধ্যার পর বাস চলাচল স্বাভাবিক থাকবে থাকবে বলে জানিয়েছেন জেলা পরিবহন মোটর মালিক সমিতির বাস বিভাগের সম্পাদক বিকাশ সরকার।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে মালিক-শ্রমিকদের সংগঠনগুলো। শুক্রবার সকাল থেকে জেলার সব রুটে যানবাহন চালানো বন্ধ রেখেছেন শ্রমিকরা। বন্ধ রয়েছে দূরপাল্লার সব যানবাহনও।

সুনামগঞ্জ: সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। ঢাকার পরিবহন মালিকদের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয় সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।

ঝালকাঠি: বাস টার্মিনাল বন্ধে প্রশাসনের নির্দেশের প্রতিবাদে তৃতীয় দিনের মতো
ঝালকাঠি জেলা সড়ক বিভাগ হয়ে বরিশাল, পিরোজপুর, বাগেরহাটসহ আটটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

ফেনী: ফেনী থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না। পূর্ব ঘোষণা ছাড়াই বাস মালিকদের এমন সিদ্ধান্তের কারণে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় দ্বিতীয় দিনের মতো চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। ঝিনাইদহে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া বাস চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট চলছে।

মেহেরপুর: কোন ঘোষণা ছাড়াই মেহেরপুর মালিক-সমিতি যৌথভাবে অান্তঃজেলা ও দূরপাল্লার সব রুটে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছ। শুক্রবার সকাল থেকে ঢাকাসহ দূরপাল্লার সব ধরনের পরিবহন বন্ধ করেন তারা।

যশোর: নিরাপত্তার অজুহাতে যশোরের ১৮ রুটে যানবাহন চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। শুক্রবার সকাল থেকেই আঞ্চলিক ও দূরপাল্লার গাড়িগুলোর চলাচল বন্ধ। বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু বাংলানিউজকে বিষয়টি জানান।

জয়পুরহাট: সকাল থেকেই জয়পুহাটের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে এ বিষয়ে কিছুই জানেন না স্থানীয় বাস-মিনিবাস মালিক সমিতি। জয়পুহাট জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি বাংলানিউজকে বলেন, পরিবহন ধর্মঘটের বিষয়টি মালিক গ্রুপ জানে না। আর আমরা এ ধর্মঘট ডাকিনি। সম্ভবত গাড়ির ফিটনেস, চালক-হেলপারদের ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে তারা বাস চালানো বন্ধ রেখেছেন।

হবিগঞ্জ: বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন ভাঙচুর ও শ্রমিকদের নিরাপত্তার অজুহাতে হবিগঞ্জ জেলায় চলছে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে। সকাল থেকে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের ডাকে এ ধর্মঘট করা হচ্ছে। এতে অভ্যন্তরীণ রোডসহ দূরপাল্লার যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT