নিন্ম আয়ের মানুষের পাশে রয়েছেন বিআরডিবি’র চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র
নিজস্ব প্রতিনিধি শনিবার ভোর ০৪:২৩, ৩০ মে, ২০২০
ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ বিশ্ব সাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী বিশ্বের ২১২ টি দেশ করোনা ভাইরাস
(কোভিড-১৯) এ সংক্রমিত হয়েছে। ময়মনসিংহের গৌরীপুরেও এই মহামারী ঠেকাতে রাষ্ট্রীয় নির্দেশনা মেনে নিন্ম আয়ের মানুষজন ঘরের বাইরে বের হচ্ছে না।
তাদের পাশে দাঁড়িয়েছেন বিআরডিবি’র চেয়ারম্যান ও গৌরীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের
সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র।
আতঙ্ক, উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে ঘরবন্দি বেশিরভাগ মানুষ এখন কর্মহীন। এ অবস্থায় বেকার, দুঃস্থ, অসহায় ও নিন্ম আয়ের মানুষের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়েছেন বিআরডিবি’র চেয়ারম্যান ও তরুণ এই নেতা। ঈদের আগেই গৌরীপুর পৌরসভার প্রায় ৩ হাজার পরিবারের মাঝে ত্রাণ ও ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, আটা, সেমাই, কিসমিস, সাবানসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী প্রদান করেছেন।
এ প্রসঙ্গে তিনি মুঠোফোনে জানান, আমার সাধ্যমতো এই কার্যক্রম অব্যাহত রাখবো এবং আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, সরকারি নির্দেশনা মেনে চলুন। এ সময় তিনি আরো বলেন, এখন পর্যন্ত আমাদের পৌরসভায় কেউ করোনায় আক্রান্ত হয়নি।
যদি কেউ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তাহলে তার দাফন-কাফনসহ এবং ওই যাবতীয় দায়িত্বভার গ্রহণ করবো।