ঢাকা (বিকাল ৩:৪৩) মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নিখোঁজের ৮ দিন পর গৌরাঙ্গ বনিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার সন্ধ্যা ০৭:৫৪, ৪ অক্টোবর, ২০১৯

মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর গৌরাঙ্গ বনিক (৫৫) নামেএক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে  উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি গৌরাঙ্গ বনিক ওই বাগানেরই বাসিন্দা।
গৌরাঙ্গ বনিক’র পারিবারের সদস্যরা জানান, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে নিহত গৌরাঙ্গ বনিক নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজনরা ভেবেছিলেন সে কোথাও বেড়াতে গেছে। তাই তারা থানায় কোন সাধারণ ডায়েরী করেনি বলেও জানান।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটিকে আমরা আত্মহত্যা বলে মনে করছি।” তবে ময়নাতদন্ত এবং অধিকতর পুলিশি তদন্তের পর নিহত ব্যক্তির মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও উল্লেখ করেন পুলিশের এ কর্মকর্তা।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT