ঢাকা (রাত ৩:৪৭) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নাগরপু‌রের মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 

শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock বৃহস্পতিবার বিকেল ০৫:৫১, ৬ মে, ২০২১

টাঙ্গাই‌লের নাগরপু‌রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ঈদ উপহার বিতরণ করেছেন টাঙ্গাইল-০৬ (নাগরপুর-‌দেলদুয়ার) আস‌নের সংসদ সদস‌্য আহসানুল ইসলাম টিটু।

০৬ই মে (বৃহস্প‌তিবার) নাগরপুর সদর ইউ‌নিয়ন, মামুদনগর ইউ‌নিয়ন ও ভাড়রা ইউ‌নিয়‌নে ঈদুল-‌ফিতর উপল‌ক্ষে কো‌ভিড-১৯ (ক‌রোনা) ২য় ধাপে প্রধানমন্ত্রীর ঈদ উপহার  বিতরণ করা হয়।

এ সময় উপ‌জেলায় বরাদ্দকৃত প্রধান মন্ত্রীর জিআর ঈদ উপহার ৩০ লাখ টাকা থে‌কে, প্রতি ইউ‌নিয়‌নে ২.৫ লাখ টাকা ক‌রে  অসহায় ও দূস্থদের মা‌ঝে বিতরণ করা হয়।

এ সময় বিতরণ কার্যক্রমে আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান, উপ‌জেলা ভাইস চেয়ারম‌্যান হুমায়ুন ক‌বির, নাগরপুর থানার অ‌ফিসার ইনচার্জ আ‌নিসুর রহমান, উপ‌জেলা প্রকল্প অ‌ফিসার মোঃ আবু বক্কর প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT