ঢাকা (বিকাল ৪:১৫) বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়, স্বীকারোক্তি পলকের Meghna News মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশকে বিব্রত করছে আ.লীগ Meghna News বিজয়ের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিজয় মিছিল Meghna News বিএমএসএফের বর্ষসেরা সাংবাদিক সম্মাননা পাচ্ছেন গৌরীপুরের ১০ সাংবাদিক Meghna News গৌরীপুরে ইউএনও’র বিদায় সংবর্ধনা Meghna News গৌরীপুরে শ্রমিকদল সভাপতি স্বপদে বহাল হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ Meghna News লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান Meghna News চাঁপাইনবাবগঞ্জে কিশোর অপরাধী চক্রের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২, আহত ২ Meghna News গৌরীপুরে দিনব্যাপী চড়ুইভাতি ও গ্রামীণ ক্রীড়া উৎসব অনুষ্ঠিত Meghna News ড. মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে দাউদকান্দি পৌর ছাত্রদল

Join Bangladesh Navy


নাগরপুরে রকেট নৌকা বানিয়ে তাক লাগিয়ে‌ছে এক মিস্ত্রি

মোঃশাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল মোঃশাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock মঙ্গলবার দুপুর ০৩:২৪, ৩১ আগস্ট, ২০২১

টাঙ্গাইলের নাগরপুরে দুলাল সূত্রধর নামের এক কাঠমিস্ত্রি কাঠ দিয়ে রকেট নামক এক নৌকা তৈরি করে সবাই‌কে তাক লাগিয়ে দিয়েছে।

সরেজমিনে উপজেলার বেকড়া ইউনিয়নের দুলাল সূত্রধরের সাথে কথা বলে জানা যায়, আজ থেকে প্রায় ২০ বছর আগে বন্যার কারণে চলাচলের জন্য একটি ডিঙ্গি নৌকা তৈরি করেন। দু’বছর ব্যবহারের পরে নৌকাটি বিক্রি করতে গিয়ে পড়েন বিড়ম্বনায়। সেখান থেকেই বিস্ময়কর নৌকা বানানের আগ্রহ জাগে তার। পারিবারিক সূত্রে দুলাল সূত্রধরের বাবাও সৌখিন মিস্ত্রি হিসেবেই পরিচিত এলাকায়।

দাঁড় বেয়ে চলা ডিংঙ্গি নৌকাকে তিনি রূপ দিয়েছেন হাতে চালিত পাখা নৌকায়। বসি‌য়েছেন হেলিকপ্টারের মতো পাখা, রাস্তায় চলাচলের জন্য রয়েছে ৪টি চাকা। কাঠ দিয়ে বানিয়েছেন ময়ূর, পাখি সাপ সহ বিভিন্ন ধরনের আকৃতি, যা স্থান পেয়েছে তার নৌকায়। নৌকাটি  রাস্তায় এবং পানিতে চলাচলের সক্ষম। এ নৌকায় রয়েছে বাংলাদেশের মানচিত্র সহ বিভিন্ন আল্পনা ও কারুকার্য, যা প্রথম দেখাতেই মুগ্ধ হয় ছোট বড় সকলেই।

গতকাল ছিল ভাদ্র মাসের ১৩ তারিখ। শত বছর যাবৎ দিনটিতে উপজেলার বারাপুষা সহ বিভিন্ন এলাকায় নৌকা বাইছের আয়োজন হয়ে আসছে প্রতিবছরের এই দিনে। তাই সকল শ্রেণির পেশার মানুষের বর্ষা মৌসুমের এ দিন হয়ে উঠে বিনোদনের খোরাক। পুরস্কার বিহীন এ প্রতিযোগিতায় অংশ নিতে উপজেলা ও আশেপাশের উপজেলা থেকে শতশত মানুষ আসে এতে অংশগ্রহণ করতে ও নৌকা বাইছ দেখতে। বেকড়া আট গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত হোসেনের সাথে আলাপে এসব কথা জানা যায়।

তাই দুলাল সূত্রধর তার রকেট নৌকা নিয়ে অংশ গ্রহণের উদ্দেশ্য রওনা হন এ নৌকা বাইছে। নৌকা বাইছে যাওয়ার আগে তিনি বলেন, বঙ্গবন্ধুর নৌকা প্রতীক ও প্রিয় বাংলাদেশকে আমরা বুকে ধারণ ও বহন করি। তাই মাননীয় প্রধানমন্ত্রীর ও আওয়ামী লীগের প্রতীক এ নৌকাকে বিবর্তনের সাথে ভিন্ন ভাবে উপস্থাপনের চেষ্টা করেছি মাত্র। সকলের সহযোগী পেলে এটার আরো উৎকর্ষ সাধন সম্ভব।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT