ঢাকা (সকাল ৮:৩৬) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নাগরপুরে ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার দুপুর ০২:৫৭, ১৪ জানুয়ারী, ২০২০

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ  টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সোমবার ১৩ জানুয়ারী ২০২০ সকালে এক ফ্রী মেডিক্যাল ক্যাম্প,কম্বল ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ডিসি মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো. শিবলী ছাদিক এর সঞ্চালনায় যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন্নাহার, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার(এসপি) সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী গেলাম আজম, নাগরপুরের উপজেলা নির্বাহি অফিসার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম,  নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. আলম চাঁদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, পাকুটিয়া ক্লাব এর সভাপতি ওয়াদুদুর রহমান, খঃ ছামছুন্নাহার খঃ সাজ্জাত হোসেন আপেল, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।
প্রথমে প্রধান অতিথিকে ফুলের তোড়া ও মানপত্র হাতে তুলে দেয়া হয়। পরে কোরআন থেকে তেলোয়াত এর মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান।
এ সময় নিজ এলাকায় মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের কাজের মাধ্যমে এই শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে হবে। মানুষের উপকারের মাধ্যমেই একজন মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। তাই আমাদের সকলকে দেশ ও জাতির কল্যানে স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। আল্লাহর নির্দেশিত পথে চলতে হবে। দেশ ও সমাজ থেকে বাল্য বিয়ে, যৌতুক, ইভটিজিং, মাদক, সন্ত্রাস, দূর্নীতি দূর করতে সকলকে এগিয়ে আসতে হবে।
বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের মাননীয় প্রধানমন্ত্রীর যে ডেলটা প্লান ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে রুপান্তর করার স্বপ্ন পূরণে সবাইকে স্ব অবস্থান থেকে সততার সাথে কাজ করতে হবে।
পরে তিনি ৬ শত অসহায় গরীব লোকদের মাঝে তিব্র শীতের প্রকোপ থেকে রক্ষায় কম্বল বিতরণ করেন।
এর পর তিনি ফ্রী মেডিক্যাল ক্যাম্পের সার্বিক দিক পরিদর্শন করে আগত হাজারো অসহায় গরীব রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধের বিষয়ে খোঁজ খবর নেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT