ঢাকা (রাত ৪:২০) বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


নাগরপুরে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করল র‌্যাব-১২

র‍্যাবের কাছে আটককৃত ইয়াবা ব্যবসায়ী
র‍্যাবের কাছে আটককৃত ইয়াবা ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০৯:৫৯, ৩০ জানুয়ারী, ২০২০

নাগরপুর প্রতিনিধিঃ  টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর হাসপাতালের ব্রীজের পূর্ব দিকে মুকুল মাস্টারের বাসার উত্তর পাশের কাচা রাস্তা থেকে ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গ্রেফতারকৃতরা হলো নাগরপুরের মৃতঃ লাল মিয়ার ছেলে হাসেম (৩৫) ও মিন্নত আলীর ছেলে নবী মিয়া (৩৩)। এ সময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করে র‌্যাব-১২, টাঙ্গাইল। গত বুধবার ৫.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ শফিকুর রহমান, সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বে একটি আভিযানিক দল উপজেলার সদর হাসপাতাল সংলগ্ন ব্রীজের পূর্ব দিকের মুকুল মাস্টারের বাসার উত্তরে কাচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে হাসেম ও নবীকে ৪২ পিস ইয়াবা, ০২টি মোবাইল ফোন, ০৩টি সিম কার্ড এবং নগদ ২১০/- টাকা সহ হাতেনাতে গ্রেফতার করে। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে বলে জানায়,। মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে উপজেলা সহ বিভিন্ন এলাকায় মাদক সেবীদের কাছে ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা সররাহ করে আসছিল। এ বিষয়ে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও অপারেশন কমান্ডার মোঃ আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT