নাগরপুরে কৃষি জমি লিজ নেয়ায় হামলার স্বীকার হয়ে হাসপাতালে কৃষক
মো: শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল শনিবার রাত ০২:১৭, ১৩ নভেম্বর, ২০২১
কৃষি জমি লিজ নেয়ায় হামলার স্বীকার হয়ে টাঙ্গাইলের নাগরপুরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে কৃষক পরিবার।
উপজেলার মামুদনগর ইউনিয়নের উত্তর পাড়ার দারগ আলীর ছেলে মহর আলী (৫৫) উপজেলার লুৎফরের কাছ থেকে ৩ দাগের ১৪০ ডিসিমাল কৃষি জমি ৩ বছরের জন্য ৯০ হাজার টাকায় লিজ নেয়। ১২ নভেম্বর শুক্রবার সকাল আনুমানিক ৮.৩০ মিনিটের সময়, জমি লিজ নেয়ায় ইয়ার বক্সের ছেলে আশ্রব আলী (৫৫) ও আশ্রব আলীর ছেলে রুবেল (২৮), রাসেল (২০), সোহেল (২৫), ওয়াহিদ (৩৮) মিলে ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড ও দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মহর আলী(৫৫), তার ছেলে ফারিদুল(২২) ও ফারুক মিয়াকে(২৫) মারাত্মক ভাবে জখম করে।
এলাকাবাসী ও পরিবার তাদের ঘটনা স্থল থেকে উদ্ধার করে নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে, কর্তব্যরত ডাক্তার তাদের চিকিৎসা দিয়ে দু’জনকে হাসপাতালে ভর্তি করে অপরজনকে টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার্ড করেন।
সংবাদটি লেখার সময় পর্যন্ত এ বিষয়ে নাগরপুর সদর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়ে আহতদের পরিবার।