ঢাকা (সন্ধ্যা ৭:৫৪) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


নাগরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মো:শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল মো:শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock মঙ্গলবার রাত ১০:৪৬, ২৩ নভেম্বর, ২০২১

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রসাশনের আয়োজনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে, জি এম ফুয়াদের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সিফাত-ই জাহানের সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) ড.মো.আতাউল গনি।

মতবিনিময় সভায় ড. গনি বলেন, আপনাদের সকলের প্রতি আমাদের অনুরোধ অযথা বিশৃঙ্খলা করে নিজের বিপদ ডেকে আনবেন না। বাংলাদেশের মধ্যে টাঙ্গাইল জেলার যে সুনাম আছে তা অক্ষুণ্ণ রাখবেন। ৪৫ লক্ষ লোকের শান্তি প্রিয় এ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অন্য যেকোন জেলার চেয়ে ভালো। রাষ্ট্রের এক নম্বর কর্মচারী বাড়ির উপজেলার নির্বাচন সুষ্ঠ হবে এই কামনা করি।

ড. গনি প্রার্থীদের উদ্দেশ্য বলেন, “Hope for best, wait for the worst”. প্রার্থীদের অবশ্যই মাথা ঠান্ডা রাখতে, কর্মীদের কথায় জোসের বসে একটি ভুল সিদ্ধান্ত অনেক বড় ক্ষতির কারন হতে পারে। তাই আমরা আশাকরি আপনারা সবাই নির্বাচনী আচরণ বিধি মেনে চলবেন এবং সুষ্ঠ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করে নাগরপুর উপজেলার সুনাম অক্ষুণ্ণ রাখবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সায়। তিনি বলেন, আমরা ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে ভালো থাকবো, যতক্ষণ পর্যন্ত আপনারা সুষ্ঠ অবাধ নির্বাচনের আচরণ বিধি মান্য করবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, এন এস আই এর যুগ্ন পরিচালক মাহবুবর রহমান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার এ এইচ এম কারুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম মনসুর মূসা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন কমিশনার মো. আরশেদ আলী, অনলাইন প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ উপজেলার ১১ টি ইউনিয়নের ৬৬১ জন প্রার্থী।

উল্লেখ্য এদের মধ্যে ৫৮ জন চেয়ারম্যান পদে ১১ টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT