নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে দেড় কোটি টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিনিধি শনিবার সন্ধ্যা ০৬:৫৫, ২৭ জুন, ২০২০
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, নিজস্ব প্রতিনিধি, বান্দরবানঃ বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতে ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের পঞ্চাশ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করেছে বিজিবি’র সদস্যরা।
শনিবার (২৭ জুন) সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তের নওয়াপাড়া নামক এলাকা থেকে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের পঞ্চাশ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, ঘুমধুম বিওপি’র সদস্যরা জানতে পারে কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। পরে ঘুমধুম বিওপি’র একটি টহল দল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপি’র নওয়াপাড়া নামক স্থানে ফাঁদ পেতে থাকে।
সকাল ১০টার দিকে পাচারকারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে একটি বিস্কুটের কার্টুন ফেলে দৌড়ে পাহাড়ী জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। এসময় কার্টুনের ভিতর থেকে ৫ কাট (প্রতি কাটে ১০ হাজার পীস হিসেবে) ৫০ হাজার পীস বার্মিজ ইয়াবা জব্দ করে। যার সিজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।