ঢাকা (রাত ৮:৩৬) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


নাইক্ষ্যংছড়িতে ইউপি নির্বাচনে দুই পক্ষের জাল ভোট চেষ্টা, বিজিবির গুলিতে নিহত ১

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০৮:৩৩, ১৪ অক্টোবর, ২০১৯

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির সময় বিজিবির গুলিতে একজন নিহত ও অপর একজন আহত হয়েছে।

আজ সোমবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার ঘুনধুম ইউনিয়নের ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই এলাকায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে জাল ভোট নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিজিবি গুলি ছুঁড়লে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মংকিছা তঞ্চঙ্গ্যা (৪৫)। আহত হয়েছেন অংছা মং তঞ্চঙ্গ্যা (৩৪)। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘুনধুম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাবুল তঞ্চঙ্গ্যা ও মোহাম্মদ আলী এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে জাল ভোট নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় বেশ কিছু সমর্থক ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা চালালে বিজিবি সদস্যরা গুলি ছুঁড়ে। স্থানীয়রা জানিয়েছেন, হতাহতরা দুজনেই মেম্বার প্রার্থী বাবুল তঞ্চঙ্গ্যার সমর্থক। মেম্বার প্রার্থী মোহাম্মদ আলী কেন্দ্রে জাল ভোট দিচ্ছে এমন অভিযোগ তুলে বাবুল তঞ্চঙ্গ্যার সর্মথকরা কেন্দ্রে প্রবেশের চেষ্টার সময় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আলী হায়দার আজাদ আহম্মেদ সাংবাদিকদের জানিয়েছেন, কেন্দ্রের বাইরে কিছু সমর্থক বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিজিবির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোঁড়ে। তবে কোন পরিস্থিতিতে এ ঘটনা ঘটেছে তা খোঁজ নেয়া হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনর্চাজ (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন, ফাত্রা ঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বারের সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেখানে বিজিবি গুলি ছুঁড়ে, এতে ১ জন নিহত ও অপরজন আহত হয়। ঘটনা তদন্তে সেখানে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত, ঘুনধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে তিনজন ও মেম্বার পদে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT