ঢাকা (রাত ৪:৩০) মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News ৮১ বছর পর কুমিল্লা থেকে নিজ দেশে নিয়ে যাওয়া হচ্ছে ২৪ সেনার দেহাবশেষ Meghna News সিলেট নগরীতে ভোর বেলায় হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ঝটিকা মিছিল Meghna News গৌরীপুর মহিলা কলেজে নবীনবরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Meghna News সিলেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে মানুষের মাঝে নাভিশ্বাস Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

নবীগঞ্জে দীর্ঘদিন পর সাংবাদিকদের বিরোধের অবসান,প্রেসক্লাবের তফসিল ঘোষণা,২২ ডিসেম্বর নির্বাচন

নবীগঞ্জ প্রেসক্লাবের বিরোধ মীমাংসায় শনিবার বিকেলে জেলা পরিষদের নবীগঞ্জ ডাকবাংলোতে অনুষ্ঠিত সাধারণ সভা
নবীগঞ্জ প্রেসক্লাবের বিরোধ মীমাংসায় শনিবার বিকেলে জেলা পরিষদের নবীগঞ্জ ডাকবাংলোতে অনুষ্ঠিত সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৮:৪০, ১৫ ডিসেম্বর, ২০১৯

হবিগঞ্জ প্রতিনিধি:  অবশেষে নবীগঞ্জ প্রেসক্লাবের দীর্ঘদিনের বিরোধের অবসান হয়েছে। নতুন নির্বাচন নিয়ে সাংবাদিকদের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। নবীগঞ্জ প্রেসক্লাবের বিরোধ মীমাংসা ও নির্বাচনকে সামনে রেখে গতকাল শনিবার বিকেলে জেলা পরিষদের নবীগঞ্জ ডাকবাংলোতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাধারণ সভায় নবীগঞ্জ প্রেসক্লাব বার্ষিক নির্বাচন উপলক্ষ্যে সর্বসম্মতিক্রমে তফসিল ঘোষণা করা হয়। ২০১৩ইং সালে নবীগঞ্জ প্রেসক্লাব নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। বর্তমানে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কর্মরত সাংবাদিকদের মতামতের প্রেক্ষিতে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির সদস্যরা হলেন, সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেন, আনোয়ার হোসেন মিঠু, সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম ও এম এ আহমদ আজাদ। উক্ত কমিটির সদস্যরা একাধিক সভায় মিলিত হয়ে আলোচনা পর্যালোচনা করে ঐক্যবদ্ধ নবীগঞ্জ প্রেসক্লাব গঠনের লক্ষ্যে এবং ঐক্য স্থায়ীভাবে ধরে রাখতে একটি অঙ্গীকারনামা তৈরি করা হয়। ৯টি শর্ত বিশিষ্ট ওই অঙ্গীকারনামা গতকাল সাংবাদিকদের সাধারণ সভায় পেশ করা হলে আলোচনা করে সর্বসম্মতিক্রমে উক্ত শর্তগুলো ৫শ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত আকারে লিখিতভাবে লিপিবদ্ধ করা হয়। পরে নবীগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক নির্বাচনী তফশীল ঘোষণা করেন। তফশীল মোতাবেক মনোনয়ন ফরম সংগ্রহ ১৬ ডিসেম্বর, মনোনয়ন পত্র দাখিল ১৭ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত, মনোনয়ন পত্র যাছাই বাচাই ও প্রত্যাহার ১৮ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত ওই দিন বিকেল ৫ঘটিকায় প্রতীক বরাদ্দ। নির্বাচন ২২ ডিসেম্বর রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নবীগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক এর সভাপতিত্বে ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। বক্তব্য রাখেন, দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফখরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সাংবাদিক ফখরুল আহসান চৌধুরী, তোফাজ্জল হোসেন, আনোয়ার হোসেন মিঠু, সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম, মো. আলাউদ্দিন, এমএ বাছিত, উত্তম কুমার পাল হিমেল, মো. সরওয়ার শিকদার, শাহ সুলতান আহমেদ, কিবরিয়া চৌধুরী, এম মুজিবুর রহমান, মো. আলমগীর মিয়া, সেলিম তালুকদার, , অলিউর রহমান অলি, আকিকুর রহমান সেলিম, মুরাদ আহমদ, নুরুজ্জামান ফারুকী, এম এ মুহিত, হাবিবুর রহমান চৌধুরী শামীম, এটিএম জাকিরুল ইসলাম, মহিবুর রহমান, মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী, শওকত আলী, মুজাহিদ আলম চৌধুরী, আলী হাছান লিটন, তৌহিদ চৌধুরী ও নাবিদ মিয়া। সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন কমিশিন গঠন করা হয়। বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিককে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার যথাক্রমে দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেসের সম্পাদক ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য রিংকু। এছাড়া তাদের অনুপস্থিতিতে নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করবেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু ও এম এ আহমদ আজাদ। সভায় সভাপতির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক বলেন, দীর্ঘ ৭ বছর পর নবীগঞ্জ প্রেসক্লাব নিয়ে গ্র“পিং এর অবসান হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত করেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT