ঢাকা (রাত ১০:৩৮) বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


নওগাঁয় সিলিন্ডারের ভিতরে ফেন্সিডিল বহন কালে আটক ১

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock রবিবার বিকেল ০৪:০৬, ১ নভেম্বর, ২০২০

নওগাঁয় অভিনব কায়দায় গ্যাসের সিলিন্ডারের ভিতর করে ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় শফিকুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার বেলা সাড়ে ১১ টায় শহরের ঢাকা বাসস্ট্যান্ড শাহ ফতেহ আলী কাউন্টারের সামনে হতে ৮০ বোতল ফেন্সিডিলসহ আটক তাকে করা হয়।

আটক শফিকুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম করিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মহসিন রেজা বলেন, গোপন সংবাদে জানা যায় গ্যাসের সিলিন্ডারের ভিতর করে ফেন্সিডিল নিয়ে ঢাকা যাওয়ার উদ্যেশ্যে শহরের ঢাকা বাসস্ট্যান্ডে একজন অপেক্ষা করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এসময় শাহ ফতেহ আলী কাউন্টারের সামনে একজন গ্যাসের সিলিন্ডার নিয়ে অপেক্ষা করছিল। তাকে সন্দেহ হলে   জিজ্ঞাসাবাদ করা হয় এবং সিলিন্ডারটি ভাল করে পর্যবেক্ষন করা হয়। এতে  অভিনব পন্থায় সিলিন্ডারের নিচের অংশের তলা কেটে ভিতরে ঢুকানো  ৮০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

তিনি বলেন তিনি আরো জানান,  জিজ্ঞাসাবাদে জানা যায় জেলার বদলগাছী উপজেলায় তার খালার বাড়ি থেকে আসছে শহিদুল। ঢাকা যাওয়ার জন্য ঢাকা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল। মাদকসহ শফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT