ঢাকা (ভোর ৫:২৫) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নওগাঁয় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock সোমবার রাত ১১:১৪, ৪ জানুয়ারী, ২০২১

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁয় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৪ জানুয়ারি) সকালে জেলা আওয়ীমীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় চার নেতাসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ ও কেক কাটা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১২টায় সরিষা হাটির মোড়ে দলীয় কার্যালয়ের সামনে ফেষ্টুন উড়িয়ে একটি বর্নাঢ্য র‌্যালী বের করে শহরের বিভন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী ও আলোচনা সভায় সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক বিভাস মজুমদার গোপাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছিম আহম্মেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়াম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা আওয়ামীলীগ নেতা শাহ পরান নয়ন, ইমরান হোসেন, জেলা মহিলা লীগের সভাপতি পারভীন আকতার, সাধারন সম্পাদক লিপি সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বীর রহমান রেজভী, সাধারন সম্পাদক আমানুজ্জামান শিউলসহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় র‌্যালী ও আলোচনা সভায় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলালীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT