ঢাকা (সকাল ৭:০৪) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে এক চালকের মৃত্যু

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock বুধবার ১২:০২, ২৮ সেপ্টেম্বর, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মেউহারি গ্রামের সামনের সড়কের মোড়ে; মঙ্গলবার দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে; বছির মিয়া (৫৫) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই চালক মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে বের হন। সকাল ১১টার দিকে অটোরিকশায় করে তিনি ধর্মপাশা পূর্ব বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে মেউহারি গ্রামের সামনের সড়কে যান। ওইদিন দুপুর ১২টার দিকে যাত্রী ছাড়া অটোরিকশাটি নিয়ে ফেরার পথে মেউহারী সড়কের মোড়ে এলে তার অটোরিকশাটি সড়কের গর্তে পড়ে গিয়ে উল্টে যায়। এ সময় ওই চালক সড়কের নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।

স্থানীয় লোকজন তাৎক্ষনিকভাবে তাকে সেখান থেকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে; কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু এই খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT