ঢাকা (সন্ধ্যা ৭:৩৪) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশায় ব্যাংক কর্মকর্তারকে মারধরের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock শুক্রবার রাত ১১:১১, ৭ মে, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকরাটী বাজারে স্থানীয় হাজী মাসুদ ও তার ছেলে সাগর কর্তৃক বিকাশ রঞ্জন সরকারের উপর বর্বরোচিত হামলার বিচার এবং পরবর্তীতে বিকাশ রঞ্জন সরকারের উপর দায়েরকৃত সাজানো মিথ্যা মামলার প্রত্যাহারে প্রতিবাদে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৭ মে) সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সমাবেশ এবং মানবন্দন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু যুব পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অমর চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও  সাংঠনিক সম্পাদক সেন্টু রঞ্জন করের সঞ্চালনায় উক্ত মানবন্দনে এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক রিটন দাস, সহ-সভাপতি অরুণ দাস, সহ-সভাপতি বাদল দাস, সহ-সভাপতি সুদীপ চক্রবর্তী রিন্টু, সিনিয়র সাধারণ সম্পাদক সংকর বর্মন, সহ-সাধারণ সম্পাদক রণধীর দাস, বিপ্লব দাস, সহ-সাংঠনিক সম্পাদক অরুপ মজুমদার, মহিলা সদস্য রিমি রাণী বিশ্বাস, কাশী মন্ডল, মুক্তা বর্মন, রিমা দাস, লক্ষী,বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক লিপ্টু কুমার দাস, যুগ্ম-আহ্বায়ক চম্পক পাল,বাংলাদেশ কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংগের প্রতিষ্ঠাতা সভাপতি হিমাদ্রী রায় প্রান্ত, সাংঠনিক সম্পাদক সুবল সরকার। বাংলাদেশ হিন্দু যুব পরিষদ দিরাই উপজেলা শাখার সভাপতি লিটন সুত্রধর, সাধারণ সম্পাদক মিন্টু তালুকদার দীপু, দীপন চন্দ। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার রথি চন্দ্র কর, সজীব দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বিকাশ রঞ্জন সরকারের উপর বর্বরোচিত হামলার বিচার এবং পরবর্তীতে উনার উপর দায়েরকৃত সাজানো মিথ্যা মামলার প্রত্যাহারে প্রতিবাদ জানায় হিন্দু যুব পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT