ঢাকা (বিকাল ৩:৩৫) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock সোমবার সন্ধ্যা ০৬:২৩, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের নিজ গাবী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ(৮০) আর নেই।

(ইন্নাল্লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)

তাঁর বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের নিজ গাবী গ্রামে।

জানা গেছে (১৩ ফেব্রুয়ারী) রবিবার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের নিজ গাবী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ (৮০) বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে জীবন বাজী রেখে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন। আজ (১৪জানুয়ারি) বেলা সোয়া ১১ টার দিকে নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার নামাজ শেষে তাঁর লাশ নিজ গাবী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি নিজের ব্যবহার ও সততার কারণে এলাকার মানুষজনদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তাই এই বরেন্য ব্যক্তির মৃত্যুতে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানগন, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষকসহ নানা শ্রেণি পেশার মানুষেরা গভীর শোক প্রকাশ করেছেন।

মৃত্যু কালে তিনি স্ত্রী ও দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT