ধর্মপাশায় প্রাণি সম্পদ প্রদর্শনী উদযাপিত
মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) শনিবার বিকেল ০৫:২৬, ৫ জুন, ২০২১
‘পুস্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণি সম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় প্রাণি সম্পদ প্রদর্শনী উদযাপিত হয়েছে।
উপজেলার জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর এই প্রদর্শনীর আয়োজন করে। ০৫-০৬-২০২১ইং শনিবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন ও এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো.মুনতাসির হাসান।
বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবদুর রহিম মিয়া,মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম দীদার, খামারি মঞ্জরুল হক, লায়েছ মিয়া প্রমুখ।
এই প্রাণি সম্পদ প্রদর্শনীতে ৬২টি স্টল স্থান পায়।