ধর্মপাশায় জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা,সেরা পাঠক পুরুস্কার বিতরণ ও বই প্রদর্শন
মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) শুক্রবার বিকেল ০৪:০৪, ৫ ফেব্রুয়ারী, ২০২১
সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ফারহানা জান্নাত খাদিজা মিলনায়তনে আজ শুক্রবার সকাল ১০ টার দিকে ধর্মপাশা মাস্টার বাড়ি সুফিয়া রহিম গণপাঠাগার এর উদ্যোগে বই পাঠ প্রতিযোগিতা, বই প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের মুহাম্মদ কামরুল হাসান, অত্র পাঠাগারের কার্যনির্বাহী পরিষদের সভাপতি জনাব মো: গোলাম রব্বানী এর সভাপতিত্বে ও মাস্টার বাড়ি প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক জাহিদুল ইসলাম জনি এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শেখ ফরিদ আহমেদ, ধর্মপাশা শিক্ষা পল্লীর পরিচালক ও অত্র গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম জিলানী, শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন, মানিক চন্দ্র পাল, ফারিয়া আক্তার,আফরোজা আক্তার, গৌতম কুমার সরকার, নিয়তি রাণী দাস, প্রকৌশলী সাইফুল ইসলাম মারুফ, ক্ষুদে বিজ্ঞানী পল্লব প্রমুখ।