ঢাকা (রাত ১০:৫৭) বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দ্রুত সুমনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানাল পরিবার

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:২৭, ২১ নভেম্বর, ২০২৪

দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের সুমন (৩৫) এর মৃত্যুর রহস্য উদ্ঘাটন দ্রুত সম্পন্ন করার দাবি করেছে নিহতের পরিবার।

 

সুমনের স্ত্রী লাকী আক্তারের ভাষ্যমতে , তার স্বামীকে যেভাবে আত্মহত্যার নাটক সাজিয়ে মরদেহ গাছের সঙ্গে বেঁধে রেখেছেন এতে তার সন্দেহ প্রকাশ করেছেন। নিহত সুমনের স্ত্রী বলেন, আমার স্বামীর আত্মহত্যা করার মতো কোনো কারণ দেখছি না। বিষয়টি নিয়ে আমার সন্দেহ হচ্ছে। এটা পরিকল্পিত হত্যাকান্ড। তাই আমি দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জুনায়েত চৌধুরীর কাছে, মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে অনুরোধ করছি যেন দ্রুত আমার স্বামীকে হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়।

 

নিহতের স্ত্রী আরও বলেন, আমার স্বামীর ভিসা হয়ে যাওয়ার পর সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, আমাদের মধ্যে কোন পারিবারিক কলহ ছিল না। আমাদের দুই সন্তান বড় জন ছোট জন ছেলে। আমরা সুখে শান্তিতেই ছিলাম। আমার স্বামী ফাঁসি দিতে পারে না। তাকে কেউ মেরে গাছে ঝুলিয়ে রাখছে। আমার স্বামী হত্যার বিচার চাই। আমি এখন আমার ছোট ছেলে মেয়ে নিয়ে কি করবো বলে বিলাপ করেন।

 

 

জানা যায়, ১৩ নভেম্বর বুধবার ঐ ইউনিয়নের নতুন হাসনাবাদ গ্রামের একটি পরিত্যাক্ত বাগানে সুমন (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। ধারণা করা হয়েছে ১২ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে সুমন নামের এই যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। পরে দাউদকান্দি মডেল থানা পুলিশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমিক) প্রেরণ করে পুলিশ।

 

 

মামলার তদন্তকারী কর্মকর্তা দাউদকান্দি মডেল থানার  উপ-পরিদর্শক মো. সরোয়ার হোসেন জানান,  নতুন হাসনাবাদ গ্রামের আব্দুল লতিফের পরিত্যক্ত একটি বাগান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে আমরা নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিকভাবে নিহতদের গলায় একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা তদন্তের কাজ চলমান রেখেছি ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

 

নিহত সুমনের বোন পারভীন ও ইয়াসমিন জানান, আমার ভাই এ মাসে সৌদি আরব যাওয়ার সকল কাগজপত্র রেডি ছিল। সে কখনও ফাঁসি দিতে পারে না। তাকে কেউ না কেউ মেরে ফেলছে।

 

 

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যা না আত্মহত্যা এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না ।

নিহত সুমন চেঙ্গাকান্দি গ্রামের আব্দুল হক সরকারের ছেলে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT