ঢাকা (সকাল ৯:৫৯) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্মৃতি হত্যার বিচারের দাবিতে গৌরীপুরে মানববন্ধন ও বিক্ষোভ

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock রবিবার বিকেল ০৪:৩৮, ৩ নভেম্বর, ২০২৪

বিয়ের তিন বছর পর মামা শ্বশুড়বাড়িতে নির্মমভাবে খুন হয়েছেন গৌরীপুরের কন্যা স্মৃতি রাণী পাল (২৪)। দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্মৃতি হত্যার বিচার দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে ‘আমরা গৌরীপুরবাসী’ ব্যানারে রোববার (৩ নভেম্বর) সকাল ১১টায় মধ্যবাজার কালীখলাস্থ কৃষ্ণচ‚ড়া চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে।

নিহত স্মৃতি রাণী পাল উপজেলার গৌরীপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের সুনীল চন্দ্র পালের কন্যা।

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযেদ্ধা রতন সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, কালীখলা বাজার মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, সতিষা যুব-কিশোর সংঘের সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, গৌরীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আলী হায়দার রবিন, কোষাধ্যক্ষ শামীম খান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচ.টি তোফাজ্জল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, স্মৃতি রাণী পালকে গলা কেটে জবাই করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই শ্রীপুর থানা পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে, এজন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে হত্যাকাণ্ডটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়েছেন বক্তারা।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানার বরমি কামারপাড়া এলাকায় মামা শ্বশুড়বাড়িতে স্মৃতি রাণী পালকে পরিকল্পিতভাবে কুপিয়ে-জবাই করে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকায় নিহতের স্বামী কাব্য সরকার (২৬), তার মামা নিমাই সন্নাসী (৫৫) ও মামী বেলী সরকার (৪০) গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।

প্রায় ৩ বছর পূর্বে শ্রীপুরের কেওয়াপশ্চিমখন্ডের বাসিন্দা কেসব সরকারের পুত্র কাব্য সরকারের সঙ্গে স্মৃতি রাণী পালের বিবাহ হয়। দাম্পত্য জীবনে দেড় বছরের সিয়াম নামের একটি শিশু সন্তান রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT