ঢাকা (বিকাল ৫:৪৯) শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দ্বিতীয়বারের মতো মানবাধিকার সংস্থার দায়িত্বে দাউদকান্দির কৃতী সন্তান হাসান মারুফ

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock বুধবার দুপুর ০২:০৬, ৫ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেয়েছেন দাউদকান্দি পৌরসভার কৃতী সন্তান মোহাম্মদ হাসান মারুফ ।

শনিবার (২ নভেম্বর ) বিকালে রাজধানীর মিরপুর গ্র্যান্ড প্রিন্স হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ শওকত আহমেদের সভাপতিত্বে

এবং BHRC ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মোল্লার সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমিনুল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সেক্রেটারি জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের নির্বাহী সভাপতি ইঞ্জিনিয়ার হাসান এবং নবগঠিত কমিটির নির্বাহী সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাসান মারুফ।

দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেয়ে নির্বাহী সাধারণ সম্পাদক হাসান মারুফ বলেন,

“মানবতা কোনো বিলাসবস্তু নয় — মানবতা আমাদের মৌলিক অধিকার। মানবাধিকার প্রতিষ্ঠার যেকোনো ন্যায়সঙ্গত প্রয়াসে আমি কাজ চালিয়ে যেতে চাই।”

অনুষ্ঠানে নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের মাঝেও পরিচয়পত্র বিতরণ করা হয়। মানবাধিকার রক্ষা ও সামাজিক কল্যাণমূলক কাজে নতুন নেতৃত্ব ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT