ঢাকা (রাত ৩:৫৭) বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দে‌শের প্রথম নারী পাব‌লিক প্রসি‌কিউটর (‌পি‌পি) অ‌্যাড‌ভো‌কেট রেহানা খানম আর নেই

অ‌্যাড‌ভো‌কেট রেহানা খানম বিউটি (৬১)
অ‌্যাড‌ভো‌কেট রেহানা খানম বিউটি (৬১)

সাজাদুল ইসলাম, কু‌ড়িগ্রাম সাজাদুল ইসলাম, কু‌ড়িগ্রাম Clock মঙ্গলবার দুপুর ০১:৪১, ৪ আগস্ট, ২০২০

দে‌শের প্রথম নারী পাব‌লিক প্রসি‌কিউটর (‌পি‌পি) ও কু‌ড়িগ্রা‌মের নারী আইনজীবী অ‌্যাড‌ভো‌কেট রেহানা খানম বিউটি (৬১) মারা গেছেন। সোমবার (৩ আগস্ট) বিকা‌লে রংপুর মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে তি‌নি শেষ নিশ্বাস ত‌্যাগ ক‌রেন। মৃত‌্যুকা‌লে তি‌নি স্বামী, দুই মে‌য়ে ও এক ছে‌লে রে‌খে গে‌ছেন। রেহানা খানম আইনজীবী আবুল কা‌শে‌মের স্ত্রী।

কু‌ড়িগ্রামের পাব‌লিক প্রসি‌কিউটর (‌পি‌পি) আব্রাহাম লিংকন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

জানা গেছে, অ‌্যাড‌ভো‌কেট রেহানা খানম বিউটি কু‌ড়িগ্রা‌মের প্রথম নারী আইনজীবী এবং দে‌শের প্রথম নারী পাব‌লিক প্রসি‌কিউটর। ১৯৮৫ সা‌লে আইন পেশায় যুক্ত হওয়া এই নারী আইনজীবী ১৯৯২ সা‌লে জেলার পাব‌লিক প্রসি‌কিউটর নিযুক্ত হন। এছাড়াও জেলা ম‌হিলা দ‌লের আহ্বায়ক ও পাশাপা‌শি তি‌নি কু‌ড়িগ্রাম আইন মহা‌বিদ‌্যাল‌য়েরও শিক্ষক ছি‌লেন।

নিহতের পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা গে‌ছে, অ‌্যাড‌ভো‌কেট রেহানা খানম হৃদ‌রোগ, উচ্চ রক্তচাপ ও ফাইলে‌রিয়াসহ নানা রো‌গে ভুগ‌ছি‌লেন। সোমবার বিকা‌লে রংপুর মে‌ডি‌ক্যাল ক‌লে‌জের মে‌ডি‌সিন বিভা‌গে চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান।রংপুর থে‌কে মর‌দেহ আসার পর জানাজা ও দাফ‌নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হ‌বে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT