ঢাকা (বিকাল ৪:০১) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দেশ-মাটি ও সমাজের প্রতি আমাদের আলাদা দায়িত্ব রয়েছে- সম্পাদক সাইফুল আলম

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock শুক্রবার রাত ১০:৪৭, ৬ ডিসেম্বর, ২০২৪

দৈনিক যুগান্তর শুধু সংবাদ সংগ্রহ ও সরবরাহের মধ্যে নয়। দেশ-মাটি ও সমাজের প্রতি আমাদের আলদা দায়িত্ব রয়েছে। দেশের ও দেশের মানুষের কল্যাণে যুগান্তর ও স্বজন সমাবেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম।

তিনি আরও বলেন, যুগান্তরের অনেক স্বজন বন্ধু আছে। যাদের সাথে যুগান্তরের একটি মায়ার, ভালোবাসার ও হৃদয়ের বন্ধন রয়েছে। আমরা একত্রিত হয়ে কাজ করছি। বন্যা, কড়াসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে স্বজনরা কাজ করে যাচ্ছে। এটা আমাদের গর্বের বিষয়।

গৌরীপুর স্বজন সমাবেশ ধারাবাহিক অনেক অনেক বেশি দায়িত্ব পালন করছে।

শুক্রবার (৬ডিসেম্বর) উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ‘দু’দিনব্যাপী লেখালেখি প্রশিক্ষণ’ কর্মশালা শুরু হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বজন সমাবেশের বিভাগীয় প্রধান হিমেল চৌধুরী, দৈনিক যুগান্তরের সিনিয়র সহ-সম্পাদক ইমন চৌধুরী, রম্য লেখক সত্যজিৎ বিশ্বাস রানা, দৈনিক যুগান্তরের ঈশ্বরগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদ, নান্দাইল প্রতিনিধি শামছ-ই-তাবরীজ রায়হান, গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম, গৌরীপুর পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ।

এছাড়াও অনুভূতি প্রকাশ করেন নান্দাইলের স্বজন শাহজাহান ফকির, মো. আল আমিন সরকার, ঈশ্বরগঞ্জের স্বজন ফারুক আহাম্মেদ জুয়েল, গৌরীপুর স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম আনোয়ার, তাসাদদুল করিম, সামিউল এহতে সাম, প্রত্যয় সরকার, মোখলেছুর রহমান, মাহমুদা আক্তার, মো. আব্দুর রউফ (দুদু), মোখলেছুর রহমান, মাহমুদা আক্তার, নাফিসা হাসান হৃদি, মো. এহসানুল হক জারিফ, দেলোয়ার হোসাইন, মো. মো. শামীম হোসেন, মো. আশিকুর রহমান রাজিব।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT