দেশে হচ্ছে নতুন আরও তিনটি উপজেলা
ডেক্স রিপোর্ট মঙ্গলবার ১২:৫২, ২৭ জুলাই, ২০২১
দেশের তিনটি জেলায় নতুন করে আরও তিনটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই তিনটি উপজেলা হলো কক্সবাজারের ঈদগাও, মাদারীপুরের ডাসার এবং সুনামগঞ্জের মধ্যনগর। এ নিয়ে দেশে মোট উপজেলার সংখ্যা হবে ৪৯৫টি।
গতকাল সোমবার (২৬ জুলাই) সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ও নিকার- এর সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি এ সভায় যুক্ত ছিলেন বলে জানান তিনি।
এ ছাড়া সভায় সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
সভায় দোহার পৌরসভার সীমানা যোগ-বিয়োগ করা হয়েছে এবং সঙ্গে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) সিটি করপোরেশনের আওতায় আনা হয়েছে।