দেশজুড়ে ৪–১০ জুন চলবে করোনার বুস্টার ডোজ সপ্তাহ
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার সন্ধ্যা ০৭:০৫, ৩১ মে, ২০২২
আগামী ৪ থেকে ১০ জুন সারা দেশে করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ঘোষিত এই কর্মসূচির আওতায় ১৮ বছর বা তদূর্ধ্ব সবাই করোনার টিকার বুস্টার ডোজ নিতে পারবেন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।
৪ থেকে ১০ জুন এই সাত দিনের যেকোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে করোনার টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নেওয়া যাবে।
প্রতিদিন সকাল নয়টা থেকে করোনার বুস্টার ডোজের টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকা নিতে আসার সময় অবশ্যই টিকা কার্ড সঙ্গে আনতে হবে। সবাইকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুস্টার ডোজের পাশাপাশি করোনার টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনা প্রতিরোধে টিকা একটি কার্যকর সমাধান। করোনার টিকার পূর্ণ সুফল পেতে হলে, অবশ্যই তৃতীয় বা বুস্টার ডোজ নিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের ৩০ মের বিজ্ঞপ্তি অনুযায়ী, সারা দেশে গতকাল সোমবার পর্যন্ত করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন ১২ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ৭৯৫ জন।
দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১১ কোটি ৭৬ লাখ ১ হাজার ১৩৩ জন। আর করোনার তৃতীয় বা বুস্টার ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ৫১ লাখ ৬৫ হাজার ৯৪৯ জন।
গতকাল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনার সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ৪৮১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৫৯১ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের।