দুর্নীতিমুক্ত ও টেকসই জ্বালানী প্রতিষ্ঠার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে টিআইবি’র মানববন্ধন
এস এম সাখাওয়াত রবিবার রাত ০৮:৩৩, ২৬ জানুয়ারী, ২০২৫
“ক্লিন এনার্জি: টেকসই ভবিষ্যৎ’’ প্রতিপাদ্যে নবায়নযোগ্য জ্বালানীতে দ্রুততর রূপান্তরসহ সুশাসিত দুর্নীতিমুক্ত ও টেকসই জ্বালানী ব্যবস্থা প্রতিষ্ঠার চাহিদা জোরদারের দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৫ পালন উপলক্ষ্যে রবিবার (২৬ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি-সনাক।
এ সময় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা, সদস্য সেলিনা বেগম, মো. গোলাম ফারুক মিথুন, মো. ওয়ালিউল আজিম, সনাকের ইয়েস উপকমিটির আহ্বায়ক মো. আমিনুল হক আবীর, অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ-এসিজি’র নশিপুর সমন্বয়ক মো. আব্দুল আল মাসুদ জনি, ভূমি বিষয়ক এসিজি’র সমন্বয়ক মো. জেনাউর রহমান সাঈদ এবং মহারাজপুর এসিজি সদস্য মোসা. মোমেনা খাতুন।
ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তারা জীবাশ্ম জ্বালানী নির্ভর বিদ্যমান জ্বালানী মহাপরিকল্পনা ‘ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান (আইইপিএমপি-২০২৩) অনতিবিলম্বে বাতিল, জ্বালানী খাতে স্বচ্ছতা নিশ্চিত করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টিসহ বাংলাদেশ এনাজি রেগুলেটরি কমিশন-বিইআরসি’র আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সংস্কারকরণ, আন্তর্জাতিক, আঞ্চলিক এবং দেশীয় প্রতিষ্ঠানের সাথে সম্পাদিত জ্বালানী খাতের সকল প্রকল্প প্রস্তাব এবং চুক্তির নথি প্রকাশ করাসহ নবায়নযোগ্য জ্বালানীতে রূপান্তর প্রক্রিয়ায় তরুণ সমাজের সম্পৃক্ততা বৃদ্ধি করার জোড় দাবী জানান।
মানববন্ধনে টিআইবি’র বিভিন্ন দাবি সম্বলিত ধারণাপত্র পাঠ করেন সনাক সহ-সভাপতি উম্মে সালমা হ্যাপি।
টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে সনাক, ইয়েস, এসিজি সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও টিআইবি কর্মকর্তাসহ প্রায় ৫২ জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।