ঢাকা (রাত ৮:২২) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


দুই হাফেজসহ তারাবি নামাজ পড়বেন ১২ জন: ধর্ম প্রতিমন্ত্রী

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বৃহস্পতিবার রাত ০৮:১১, ২৩ এপ্রিল, ২০২০

রমজানে দেশের মসজিদগুলোতে সীমিত পরিসরে তারাবির নামাজ চালু থাকবে। করোনা পরিস্থিতির কারণে মসজিদগুলোতে ২ জন হাফেজসহ মোট ১২ জন তারাবির নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, নিয়মিত ১২ জনের এই তারাবির নামাজে থাকবেন না বাইরের কোনো মুসল্লি। একইসাথে, সবাইকে বাসায় তারাবি আদায় করার অনুরোধও জানান তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে সীমিত আকারে দেশের মসজিদগুলোতে তারাবি চালু থাকবে। প্রত্যেক মুসল্লি ঘর থেকে অজু করে আসবেন। অসুস্থ বা সন্দেহভাজন ব্যক্তিরা মসজিদে না এসে ঘরে নামাজ আদায় করবেন।

করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে গত ৬ এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে দেশের মসজিদগুলোতে মুসল্লি সংখ্যা সীমিত করা হয়। মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সমন্বয়ে পাঁচ ওয়াক্তের জামাতে সর্বোচ্চ পাঁচজন করে এবং জুমার জামাতে ১০ জন করে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT