ঢাকা (সকাল ১০:১৭) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দিনাজপুর-ঢাকা মহাসড়কে সওজ বিভাগের উচ্ছেদ অভিযান

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শনিবার রাত ১১:০৫, ২৩ নভেম্বর, ২০১৯

এহসান প্লুটো, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-ঢাকা মহাড়কের রাস্তা প্রশস্থ করণের উদ্দেশ্যে সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ হয়ে ঢাকামুখি ১০৬ কিলোমিটার চার লেন রাস্তার কাজ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দিনাজপুরের বিরামপুর উপজেলায় মহাসড়কের দুই ধারের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহাবুবুর রহমান ফারুকী।

তিনি জানান, ১০৬ কিলোমিটার ফোর লেনের মহাসড়কটি আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন করা হবে। সে কারনে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। তবে ভবিষ্যতে ছয় থেকে আট লেনের রাস্তার পরিকল্পনা রয়েছে সরকারের। এই প্রকল্পে বাস্তবায়নে ৯ শত কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই অভিযানে প্রায় সাড়ে তিন হাজার স্থাপনা উচ্ছেদ করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT