দিনাজপুর জেলা পরিষদের সার্ভেয়ার ঘুষের টাকাসহ আটক
নিজস্ব প্রতিনিধি বুধবার রাত ০২:১৬, ৬ নভেম্বর, ২০১৯
এহসান প্লুটো, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলা পরিষদের সার্ভেয়ারকে মঙ্গলবার বেলা ১২টায় ঘুষের ২০ হাজার টাকা সহ হাতেনাতে আটক করে দুর্নীতি দমন কমিশন(দুদক)। জেলা পরিষদের কার্যালয় থেকে ঘুষ নেওয়ার সময় সার্ভেয়ার আল আমিনকে আটক করা হয় বলে জানায় দুদক।
দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বলেন, দিনাজপুর সদর উপজেলার জনৈক শাবানা খাতুন জেলা পরিষদের রাস্তার পাশে সাড়ে নয় শতক যায়গা ইজারা নেওয়ার জন্য জেলা পরিষদে আবেদন করলে পরিষদ সার্ভেয়ার আল আমিনকে ওই জমি সার্ভের নির্দেশ দেন
“কিন্তু আল আমিন লিজ প্রক্রিয়ার বিভিন্ন অজুহাতে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
“শাবানা দুদকের কাছে লিখিত অভিযোগ করলে দুদকের পরামর্শে মঙ্গলবার দুপুর ১২ টার সময় ঘুষের ২০ হাজার টাকা গ্রহণের সময় দুদক আল আমিনকে হাতেনাতে আটক করে।”
পরে দুদক বাদী হয়ে মামলা করে এবং ওই সার্ভেয়ারকে আদালতে সোপর্দ করে।