দিনাজপুরের বিরামপুরে বালুবহনকারী ট্যাক্টর উল্টে এক শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার সন্ধ্যা ০৬:০৬, ৫ নভেম্বর, ২০১৯
এহসান প্লুটো, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিজুল বাজারে বালুবাহী চলন্ত ট্রাক্টর উল্টে বালুর চাপায় মো.পুশি মিয়া(২০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ৮ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিজুল বাজারের পাশে এই দূর্ঘটনা ঘটে।
নিহত মো.পুশি মিয়া (২৩) উপজেলায় শিমলতলী গড়ের পাড় এলাকার বাবুল হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানা পুলিশের উপপরিদর্শক বেলাল হোসেন জানান, দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ মহাসড়কের নির্মাণ কাজে নিয়েজিত একটি বালুবাহী ট্যাক্টর বালু নিয়ে বিরামপুর বিজুল বাজার এলাকায় যাচ্ছিল। গাড়িটি বাজারের কাছাকাছি পৌঁছালে হঠাৎ উল্টে যায়।
এ সময় গাড়িতে থাকা বালুর শ্রমিক মো.পুশি মিয়া রাস্তার পাশে পড়ে গেলে বালুর ট্রলিটি তার উপর গিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিরামপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন বালুবাহী ট্রাক্টর উল্টে যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।