দাউবি ৯৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা রবিবার রাত ০১:৫১, ১৬ মে, ২০২১
কোথায় মোদের হারিয়ে যেতে নেই মানা। জীবন মানে আনন্দ আর দুঃখের গাঁথুনি। কখনো আনন্দ, কখনো দুঃখ এইতো জীবন। পরমান্দের মাঝে জীবনের সার্থকতা কিছুটা খোঁজে পাওয়া যায়।
তাই বন্ধুদের মাঝে সীমাহীন আনন্দ দিয়ে দুঃখ ভুলে দিতে, ভালোবাসার পরম পরশ বা স্পর্শে আমরা ৯৭ ব্যাচ সারা বাংলায় জেগে আছি।জেগে থাকি জীবনকে বর্ণিল আনন্দোৎসবে রাঙিয়ে দিতে।
বন্ধ মানেই তো এক বিনে সূতোয় বাঁধা আত্মীক বন্ধন।
বলছি ৯৭ বন্ধুদের মিলন মেলার গল্পের অল্প কথা।
শনিবার(১৫ মে,২০২১খ্রি.) ঐতিহ্যবাহী দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের (সাবেক) আংশিক অংশের ঈদ–উল–ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৯৭ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে একত্রিত হতে পেরে বন্দুদের মিলন মেলায় জম্পেশ আড্ডায় বিভোর হয়ে উচ্ছ্বসিত হতে থাকে সকলে।
স্মৃতিকাতর হয়ে হয়ে পুরানো স্মৃতি আওরিয়ে অনেককেই দেখা গেছে নষ্টালজিক হতে।
মনে হয়েছিলো যেনো বাঁধভাঙা উচ্ছ্বাসে সকলেই ফিরে গেছে পুরানো সেই বহুল স্মৃতিবিজড়িত শৈশবে। আনন্দ উল্লাস ও গোশ গল্পে মেতে ওঠে সমবেত সকলেই।
আড্ডা শেষে ৯৭ এর আমেরিকা প্রবাসি বন্ধু সাওন আহম্মেদ এর নিমন্ত্রণ ও আয়োজনে খাসির মাংস,ডাল ও সাদা ভাত দিয়ে ভুড়িভোজ করা হয়।
এতে উপস্থিত ছিলেন মহিউদ্দিন মহি,ফয়সাল আহম্মেদ স্যামল,তারেকউজ্জামান,শাওন আহম্মেদ,আবু নাসের কাউয়ুম, কামাল হোসেন,উত্তম পোদ্দার, সোহেল রানা,ঈসমাইল সরকার,সফিকুল ইসলাম টিটু,আমিন খান,আলিমউল্লাহ শাহান,বশির আহম্মেদ ও হোসাইন মোহাম্মদ দিদার প্রমুখ।