ঢাকা (রাত ১১:১৪) সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দাউদকান্দি হবে সারা দেশের মডেল উপজেলা : ডিসি মুশফিকুর রহমান

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বুধবার রাত ১০:১২, ১৫ নভেম্বর, ২০২৩

“দাউদকান্দি হবে সারা দেশের মডেল উপজেলা” কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমান এ কথা বলেছেন।

তিনি আরও বলেন, এ উপজেলার সুখ্যাতি অতিপ্রাচীন। প্লাবন ভূমিতে মৎস চাষে এ এই উপজেলা সারা দেশের মডেল।

 

দাউদকান্দি উপজেলাকে মাদকমুক্ত দেখতে চাই, তরুণরা খেলাধুলায় মনোনিবেশ করলে মাদক নির্মূল করা সহজ হবে।

 

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলার জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মো. মুশফিকুর রহমান।

 

জেলা প্রশাসক স্থানীয় সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, এই উপজেলায় শিক্ষার হারে অনেক এগিয়ে। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন।

দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সাংবাদিকদের পজিটিভ ভূমিকা রাখতে হবে।

 

তিনি বলেন, এই উপজেলা এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় গৃহহীনমুক্ত হয়েছ। অচিরেই আমরা এই উপজেলাকে সারা দেশের মডেল হিসেবে গড়তে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস।” এর আগে দাউদকান্দিতে প্রথম আগমন উপলক্ষে ডিসিকে লালগালিচায় অভ্যর্থনা জানানো হয়।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসককে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন— উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোজাম্মেল হক পিপিএম।

 

 

সভায় উপস্থিত ছিলেন— উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, রোজিনা আক্তার, জেলা পরিষদ সদস্য জেবুন্নেসা জেবু, নাছিম ইউসুফ রেইন, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের লোকমান হোসেন,গৌরীপুর ইউনিয়ন পরিষদের নোমান মিয়া সরকার, পৌর প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিবসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT