ঢাকা (রাত ২:০৭) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


দাউদকান্দি বিএনপি নেতার শ্রীমঙ্গলে মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock মঙ্গলবার রাত ১১:২০, ৭ নভেম্বর, ২০২৩

ব্যবসায়ীক কাজে সিলেট শ্রীমঙ্গল অবস্থানকালে বিএনপির নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ একটি হোটেলের দরজার তালা ভেঙে লাশ উদ্ধার করে।

 

নিহতের নাম লিটন খন্দকার(৫৫)। তিনি দাউদকান্দি পৌরসভার দোনারচর গ্রামের মরহুম আব্দুল গনি খন্দকারের চতুর্থ সন্তান।

তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল,পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

 

 

পারিবারিক সূত্র আরও জানায়,” লিটন খন্দকার সিলেটে ব্যবসা করতেন।

সেখানে তার ব্যবসা ছিল। সিলেট শ্রীমঙ্গলে প্রায় আসা-যাওয়া করতেন।

রাজনৈতিক পরিবেশ বৈরীতার কারণে সে সেখানে একটি হোটেলে কয়েকদিন যাবৎ অবস্থান করছিল।

 

আজ মঙ্গলবার সকাল থেকে তার ব্যবহৃত মুঠোফোন কল করলে পরিবারের সদস্যদের কল রিসিভ না করায় তার(লিটন) ম্যানেজারকে জানালে তিনি গিয়ে হোটেল কক্ষে ডাকাডাকি করার পর সাড়া না পেয়ে স্থানীয় পুলিশকে জানায়। পরে পুলিশ এসে তার মৃত দেহ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে লিটন খন্দকারের ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে।

 

নিহতের এক নিকট আত্মীয় জানান, আইনী পক্রিয়া শেষে স্থানীয় পুলিশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT